দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠ✤ি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজা🍌হান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। তার বাসভবনের তিনটি গ্লাস ভেঙে গেছে বলে জানা যায়।
বুধবার (২০ নভেম্বর🌳) রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলা💞কায় তার নিজ বাড়ি মেহজাবিনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৮টার দিকে সাত-আটজন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ও༒ই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পা♊শের ভবনের সামনের দুটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে।
ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল জানা𒁃ন, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল 💜নিক্ষেপ শুরু করেন। তারা তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, হামলার ঘটনাটি শ𝕴ুনেছি। এ বিষয়ে ক✅েউ কোনো অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে বরিশালে অবস্থান করা শাহজাহান ওমর অভিযোগ করেছেন, উপজেলা বি🙈এনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি নাসিম আকনের নেতৃত্বে তার বাড়িতে হামলা করা হয়েছে♔।