কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঈদুল ফিতরের নামাজ শ📖েষে মোনাজাত করার সময় সামছুল রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার কেরামতিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে𒁃 এ ঘটনা ঘটে।
সামছুল রহমানের বাড়ি না꧅গেশ্বরী পৌরশহ💎রের সেনপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ঈদুল ফিতরের নামাজ শুরু হয়। নামাজ শেষে মোনাজাত করার সময় ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পরেন। 𝓡পরে নিহতের স্বজনরা তার মরদে൩হ বাড়িতে নিয়ে যান। বিকেলের দিকে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
এ 💞বিষয়ে নাগেশ্বরী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হা🐲সান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।