ভোলা সদর উপজেলার ইলিশা নৌ-থানার ভেতরে মোকতার ম🔥িয়া নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। পুলি🦋শ দাবি করেছে, টেবিলের ওপর রাখা পিস্তল থেকে অসাবধানতাবশত বের হওয়া গুলি তার শরীরে লাগে।
রোববার (২৩ জু🎃ন) বিকেলে ইলিশা নৌ🍬-থানার ভেতরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে প্রথমে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ꧟করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, ডিউটিতে যাওয়া প্রস্তুতি নেওয়অর সময় মিসফায়ারে মোকতার💧 মিয়া গুলিবিদ্ধ হন। গুলি তার পেটের একদ💛িক থেকে ঢুকে আরেকদিক থেকে বেরিয়ে যায়।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজা আলম ব🅘লেন, আহত পুলিশ সদস্য এখনও শঙ্কামুক্ত নন।