ক𒁏য়েক দিনের অস্থিরতা কাটিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর♛) সকাল থেকে কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
এ তথ্য নিশ🐭্চিত করে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অ🅺সন্তোষের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ পুরোদমে উৎপাদন চলছে।
সারোয়ার আলম আরও জানান, শিল্পাঞ্চলের ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৫টি কারখানা আজও💛 বন্ধ রেখেছে মালিকপক্ষ। এ ছাড়া শিল্পাঞ্চলের সার্ব🌃িক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ জানায়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্𒈔রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক 🦂অবরোধ করেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। পরে বুধবার প্রশাসনের আশ্বাসে প্রায় ৫২ ঘণ্টা পর আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।