টঙ্গীতে বিশ্ব ইজতেমার প𝓀্রথম পর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. এখলাস মিয়া (৭০) নামে 💮আরও এক মুসল্লি মারা গেছেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়েছে।
তথ্যটি নিশ্🙈চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হ💯ান।
এখলাস মিয়া নেত্রকোনার বুরিজুরি স্বলౠ্ফ 🧔দুগিয়া এলাকার বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোনার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০)⛎। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে🦄। এরপর তাদের মরদেহ স্বজনরা মরদেহ নিয়ে যান।