• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খাল থেকে ধরা ৯টি মাছ দুই লাখ টাকায় বিক্রি


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪, ০৩:২১ পিএম
খাল থেকে ধরা ৯টি মাছ দুই লাখ টাকায় বিক্রি
সুন্দরবনের খাল থেকে ধরা মাছ। ছবি : সংগৃহীত

সুন্দরবনের সাতক্ষীরার পুষ্পকাটি এলাকার বিবিখালী ও মাঠিয়া খাল থেকে জেলেদের জালে ধরা পড়ে ৪টি ভোল মাছ ও ৫টি মেদ মাছ। পরে সেগুলো ২ 💫লাখ টাকায় বিক্রি করা হয়ꦍ।

বৃহস্পতিবার (২৫জানুয়ারি) সকালে সুন্দরবন থেকে সাতক্ষীরার গাবুরায় মꦿাছগুলো নিয়ে আসেন জেলেরা। পরে নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মুসা গাজী ২ লাখ টাকায় মাছগুলো কিনে নেন। এর আগে বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।

জেলেরা জানান, কয়েকদিন আগে বন বিভাগ থেকে পাশ নিয়ে সুন্দরবনে নদীতে মাছ ধরতে যান সাতক্ষীরার শ্যাꦬমনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের তিন জেলে নজরুল কয়াল, সালাম তরফদার ও হাফিজুল। তাদের জালেই ধরা পড়ে মাছগুলো।

মাছের ক্রেতা মুসা গাজী বলেন, “সুন্দরবনে যে কয়𓆉 প্রজাতির মাছ পাওয়া যায় তার মধ্যে জাভা ও ভোল মাছ অনেক দামে বিক্রি করা যায়। এই মাছ খুব দামি, বিদেশে রপ্তানি হয়। চীনে এই মাছের চাহিদা অনেক। তারা এই মাছ দিয়ে স্যুপ তৈরি করে। আবার অপারে♏শনের সুতা তৈরিতেও এই মাছের ফুলকি ব্যবহার হয় বলে শুনেছি। এছাড়া মেদ মাছও ভালো দামে বিক্রি হয়।”

Link copied!