দেশের বাজারে উচ্চমূল্য ঠেকাতে ভারত থেকে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ১০ টন ৯৫৬ কেজি এবং সোমবার (১৪ অক্টোবর🎶) ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়।
বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দেশের ২৮ আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে। প্রতি টনের আমদানি মূ🌞ল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজি কাঁচা মরিচের আমদানি মূল্য ৬০ টাকা যার শুল্ককর ৩৬ টাকা। শুল্ক-কর পরিশোধ করে আমদানিকারকরা কাঁচা মরিচের এসব চালান খালাস করেছেন।