ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে পাঁচ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে🐠 তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, দুপুরে উপজেলার বুধন্তি ইউনি♓য়নের মেরাশানী গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিশুরা হলো উপজেলার সিঙ্গারবিল ইউꦉনিয়নের মেরাশানী গ্রামের আউশ মিয়ার মেয়ে জান্নাত (২) ও বর্ষা (৭), জজ মিয়ার মেয়ে তিশা (১) ও ছেলে আলামিন (৩) এবং শাহীন শাহের ছেলে শুভ (৪)।
এদের মধ্যে বর্ষা, শুভ ও আলামিনকে ব্রাহ্মণবাড়িয়া ෴জেনার🍨েল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিশুদের দাদা মিয়াব আলী জানান, বাড়ির পাশে ওই পাঁচ শিশু খেলা করছিল। খেলার ফাঁকে ইঁদুরের গ♒র্তে তারা হাত ঢুকিয়ে দেয়। গর্তের ভেতরে থাকা ইঁদুর মারার বিষ চকলেট ভেবে তারা খেয়ে ফেলে। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।
ইঁদুর মারার জন্য পরিবারের লোকᩚᩚᩚꩲᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚজনই গর্তে বিষ দিয়ে রেখেছিলেন বলেও জানান তিনি।
বিজয়নগর থানার ভারপ🐟্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, “ইঁদুর মারার বিষ খেয়ে পাঁচ শিশু অসুস্থ হওয়ার বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়ার জন্য তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।”