সাতক্ষীরার শ্যামনগরে বসতবাড়ির প্রাচীর থেকে দুটি বড় সাপসহ ৪৫টি পদ্মౠগোখরো সাপে🌳র বাচ্চা উদ্ধার হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকার মৃত আব্দুল বারী সরদারের ছেলে মহিউদ্দীন ⛄সরদারের💜 বসতবাড়ি থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে তার ভাইপো জান্নাতুল নাঈম জানান, চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় তা ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়𝔉। এ জন্য রোববার প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পান। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন।🥀 সাপুড়ে এসে একে একে দুটি বড়সাপসহ ৪৫টি সাপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হন।
ঈশ্বরীপুর ইউনিয়ন 📖পরিষদের 💧চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, সাপগুলো দেখতে বিভিন্ন জায়গা থেকে এসে শত শত মানুষ ভিড় করেছে। সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।