বরগুনায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৪টি দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজ🍌ার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের সদর রোড এলাকায় জেলা প্রশাসক﷽ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স না থাকায় তাকওয়া ফল স্টোর🌺কে ৫ হাজার টাকা, মুজাহিদ স্টোরে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা, লাইসেন্স না থাকার কারণে সেলিমের মাংসের দোকানে ১৫০০ ও আল আমিনের মাংসের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব মুন্সিখꦜান) আরিফুর রহমান শান্ত বলেন, “কৃষি বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী ৪ প্রতিষ্ঠানক⛄ে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”