শেরপুরে কবরস🎃্থান থেকে এক রাতেই ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা নুরুল আম✱িনসহ আরও কয়েকজন কবরস্থান পরিষ্কার করতে গিয়ে এ অবস্থা দেখে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, গত কয়েকদিন আগে꧅ রাতের আঁধারে অজ্ঞাতনামা কঙ্কাল চোর চক্র কবর খুঁড়ে ওইসব কঙ্ক🉐াল চুরি করে নিয়ে গেছে।
মির্জাপুর গ্রাꦡমের বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, “চুরি হওয়া চারটি কঙ্কালের মধ্যে একটি তার নাতির, অপর তিনটি যথাক্রমে তার ফুফাতো ভাই মৃত আব্দুল লতিফ এবং দুই চাচা সুলতান ও শহীদুরের।
মৃত শহিদুরের ছেলে নুরুল আমিন বলেন, “আমাদের কবরস্থানটি ঝোপঝাড়ে পরিপূর্ণ হওয়ায় এটি পরিষ্কার করতে এসে দেখি আমার বাবার কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এর প൩াশে আরও তি꧅নটি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।”
এ বিষয়ে ৩নং বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররুম বলেন, “বিষয়টি দুঃখজনক। আমি প্রশাসনকে 𓄧বিষয়টি অবগত করে ব্যবস্থা নেওয়🌟ার অনুরোধ করব।”
শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, “এ বিষয়ে কেউ কোনো অভি𝕴যোগ করেননি। ঘটনাটি লোকমাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনার খোঁজ নিতে বিট অফিসারকে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে সেই অনুযায়ী ব্যব🦩স্থা নেওয়া হবে।”