• ঢাকা
  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ২২ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক রাতেই ৪ কবরের কঙ্কাল চুরি


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৭:২৬ পিএম
এক রাতেই ৪ কবরের কঙ্কাল চুরি

শেরপুরে কবরস্থান থেকে এক রাতেই ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনসহ আরও কয়েকজন কবরস্থান পরিষ্কার করতে গিয়ে এ অবস্থা দেখে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়ে🔴ছে।

স্থানীয়🅘দের ধারণা, গত কয়ে🐎কদিন আগে রাতের আঁধারে অজ্ঞাতনামা কঙ্কাল চোর চক্র কবর খুঁড়ে ওইসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

মির্জাপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ আমজাদ হোসেন বল💖েন, “চুরি হওয়া চা🌊রটি কঙ্কালের মধ্যে একটি তার নাতির, অপর তিনটি যথাক্রমে তার ফুফাতো ভাই মৃত আব্দুল লতিফ এবং দুই চাচা সুলতান ও শহীদুরের।

মৃত শহিদুরের ছেলে নুরুল আমিন বলেন, “আমাদের কবরস্থ🀅ানটি ঝোপꦰঝাড়ে পরিপূর্ণ হওয়ায় এটি পরিষ্কার করতে এসে দেখি আমার বাবার কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এর পাশে আরও তিনটি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।”

এ বিষয়ে ৩নং বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররুম বলেন, “বিষয়টি দুঃখজনক। আমি প্রশ♈াসনকে বিষয়টি অবগত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।”

শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, “এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। ঘটনাটি লোকমাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনার খোঁজ নিতে বিট অফিসারকে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে সেই অনুযায়ী ব্꧑যবস্থা নেওয়া হবে।”

Link copied!