ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার একটি বাসা থেকে ২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসার মালিক🎐 মৃত ইব্রাহিম গাজীর ছেলে নাজমুলকে (২৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ভালুকা মডেল থানার ভারপ্💟রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আক🎃ন্দ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
জানা যায়, ২৫ মার্চ (সোমবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকার মডেল থানার এসআই নিরু🅺পম নাগ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরে থাকা ৫০ কেজির ২৪ বস্তা ভারতীয় চিনি জব্দের🅘 পর থানায় নিয়ে আসে। ঘটনার সঙ্গে জড়িত আরও ৩ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ঘটনার সঙ্হে জড়িত একজনকে আটক করে♏ আদালতে পাঠানো হয়েছে।