ফরি﷽দপুরের ভাঙ্গা উপজেলায় কলাবাগান থেকে ১০ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ মে) দুপুরে ভাঙ্গা থানা পুলিশের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ಞএসব তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (১১ মে♚) সꦆন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার আলগী এলাকার একটি কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ভাঙ্গার আস্পদী গ্রামের নুরুল ইসলাম বাদল মোল্লার ছেলে রাজু আহমেদ (২৮), একই গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে রমজান সরদার (৩৫) ও ইসমাইল শেখের ছেলে মুন্নু শেখ (৪৮), একই উপজেলার পশ্চিম আলগী গ্রামের রতন মাতুব্বরের ছেলে মো. মিজান (৪০), রাজেত মাতুব্বরের ছেলে হেমায়েত মাতুব্বর (৪৬), মাঝারদিয়া গ্রামের ফজলুল শেখের ছেলে লালন শেখ (২৮), পূর্ব আলগী গ্রামের বাকা মিয়ার ছেলে আবুল হোসেন (৫৫), বড়দিয়া গ্রামের সামাদ বেপারীর ছেলে মোস্তফা বেপারী (৪৮), পার্শ্ববর্তী নগরকান্দা উপজে꧟লার ধর্মদী গ্রামের আশরাফ শেখের ছেলে ওমর শেখ (৩৫) ও একই গ্রামের আ. কাদের শেখের ছেলে বেলায়েত শেখ (৩৮)।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, একটি কলাব𝔍াগান থ🦩েকে ১০ জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের শুক্রবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তি শেষে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।