খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রে🏅প্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)🎃 রাতে তাদের গ্রেপ♉্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মাটিরাঙ্গা উপজেলার ধনীময় ত🦩্রিপুরা ও সুমিয়েল꧃ ত্রিপুরা।
ওই স্কুলছাত্রীর মা জানান, পড়াশোনার জন্য শহরের একটি এলাকার বাসায় থাকে তার মেয়ে। ২২ সেপ্টেম্বর রাতে মেয়ে𒁃টি প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে দুই যুবক ছুরি দেখিয়ে তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় মেয়েটির ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তারা। পরের দিন ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে দুই যুবক ওই মেﷺয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি কাউকে জানালে আবার ধর্ষণ ও হত্যার হুমকি দেন তারা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্🔜মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই✨ যুবককে আটক করা হয়েছে। পরে ছাত্রীর মা ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”