সুনামগঞ্জের শাল্লা উপ🎐জেলায় বজ্রপাতে রাদিকা চন্দ্র দাস (৩২) নামের এক কৃষকের মৃত্যܫু হয়েছে। মৃত রাদিকা চন্দ্র ওই গ্রামের রাকেশ চন্দ্র দাসের ছেলে।
রোববার (৫ জুন) সকাল𒉰ে উপজেলার চাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাল্লা উপজেলার চাকুয়া গ্রামে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন রাদিকা। এ সময় ভারি বৃষ্টি শুরু হয়। নিরাপদ স্থানে যাওয়ার সময় হ🌺ঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত🍨 করেছেন।