ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে সাফা মারিয়াম (৯) ও মানসুরা মীম (৮) নাম⭕ে মাদরাসার দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহ🏅স্পতিবার (২ জুন) দুপুরে উপজেলা🗹র মোহনা গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনা গ্রামের ꦛদারুল উলুম হুসাইনীয়া মাদরাসার শিক্ষকরা পাশের সৌদিয়া মসজিদে জোহরের নামাজ পড়তে যান। এসময় ওই মাদরাসার তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশুকন্যা সাফা মারুয়া ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের শিশুকন্যা মানসুরা মীম মাদরাসার পাশে আকাশমনি গাছের নিচে খেলা করছিল। দুপুর পৌনে ২টার সময় হঠাৎ বজ্রপাত হলে সাফা মারিয়াম ঘটনাস্থলেই এবং মানসুরা মীম ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়🌜ারম্যান মো. নুরুল ইসলাম বাদশা।