লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই মহিষসহ মোজা মিয়া (৫২) ন🥀ামে এক রাখালের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকালে উপজেলার ভোটমারী ই🦩উনিয়নের শৌলমারী গ্𒀰রামে এ ঘটনা ঘটে। মোজা মিয়া ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহপালিত মহিষ নিয়🐲ে বাড়ির পাশে খোলা মাঠে ঘাস খাওয়াইতে যায় রাখাল মোজা মিয়া। বিকালে আকাশে কালো মেঘ দেখা দিলেও মাঠেইꦆ ছিলেন তিনি। হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই রাখাল ও তার দুই মহিষের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলা𝕴ম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।