আগের ম্যাচে পর্তুগালের সাথে ১-১ গোলে ড্র করার পর ৮ পরিবর্তন নিয়ে চেক প্রজাতন্ဣত্রের বিপক্ষে মাঠে নামেছিল স্পেন। তাতেও অবশ্য ড্র এড়াতে পারেনি। টানা দুই ম্যাচ ড্র করেছে ২০১০ সালের বিশ🅷্বকাপজয়ী স্পেন।
চেক প্রজাতন্ত্রেরꦜ রাজধানী প্রাগে 💦রোববার রাতে নেশন্স লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের এই লড়াইয়ে পিছিয়ে পড়েও কোনোমতে হার এড়ায় স্প্যানিশরা।
স্পেনকে খেলা শুরু হতে না হতেই চমকে দেয় চেক প্রজাতন্ত্র। মাত্র ৪ মিনিটেই ডান দিক থেকে ইয়ান কুচতার বাড়ানো বল প💧েয়ে ফাঁকা জালে পাঠান ইয়াকুব পেশেক।
প্রথমার্ধের অ🧔তিরিক্ত সময়ে সমতা টানেন গাভিরা। বক্সের বাইরে রদ্রির পাস থেকে বল পান বার্সেলোনা মিডফিল্ডার। বাঁ পায়ের শট🐷 থেকে দূরের পোস্টে লক্ষ্যভেদ করতে অসুবিধা হয়নি তার।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে আবার এগিয়ে যায় চেক প্রজাতন্ত🎶্র। সতীর্থের পাস পেয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে স্প﷽েনের গোলরক্ষককে ধরাশায়ী করেন ইয়ান কুচতা।
চেক প্রজাতন্ত্র জয়ের আসাতেই বুক বেধেছিল। তবে শেষ মুহূর্তে তাদের নিরাশ করেন ইনিগো মার্টিনেজ। ম্যাচের ৯০ মিনিটে বদলি নামা মার্কো অ্যাসেন্সিওর ক্রসে মার্টিনেজের হেডে বল গোললাই﷽নের ভেতর পড়ে বাইরে আসে। রেফারি গোলের সিদ্ধান্ত দেন।
আগামী বৃহস্পতিবার সু🥀ইজারল্যান্ডের মাঠে নামবে স্পেন। একই দিন পর্তুগালের বিপক্ষে খেলবে চেক প্রজাতন্ত্র।