পাঁচ বারের বিশ্বকাপ ফুটবল চ🌟্যাম্পিয়ন পেলের দেশ ব্রাজিল টানা൲ দুই জয়ের পর ফের পয়েন্ট হারাল। শুক্রবার ভোররাতে ভেনেজুয়েলার মাঠে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলের এক খেলায় তারা ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকদের বিপক্ষে।
৪৩ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই তেলপস্কোর গোলে সমতা আনে ভেনেজুয়েলা। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি পেয়েও তা মিস করেন। ফলে নিশ্চিত জয় হাতছাড়🦂া করলো ব্রাজিল।
গতℱ অক্টোবর উইন্ডোতে দুই ম্যাচেই জিতে ভালো পজিশনে চলে আসার ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। তারা ২-১ গোলে চিলিকে এবং ৪-০ গোলে পেরুকে হারায়। এবার পয়েন্ট নষ্ট করে আবার ব্যাকফুটে চলে গেল ব্রাজিল।