আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে রুয়া♎ন্ডা। বা🌱ছাই পর্ব শেষ করে প্রথম আসরের ১৬ দল চূড়ান্ত করা হয়েছে।
বতসোয়ানায় অনুষ্ঠিত আফ্রিকা বাছাই পর্বের ফাইনালে তানজানিয়াকে হারিয়ে রুয়ান্ডা মূল পর্বে খেলা নিশ্চিত করল। তারা তানজানিয়াকে ছয় উইকেটে হারিয়েছে। দলটির দেওয়া ৮৫ রানের লক্ষ্য রুয়ান্ডা পেরিয়ে যায় ২৬ বল হাতে রেখে। এর ম✃াধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ষোলোটি দলের সবকটিই নির্বাচিত হয়েছে।
এবারই প্রথমবারের মতো রুয়ান্ডা যে কোনো পর্যায়ে আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্টে ಞঅংশগ্রহণ করবে এবং তারা ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো শক্ত দলের মুখোমুখি হতে পারে। ইন্দোনেশিয়াও প্রথমবারের মতো 🍒আইসিসির ইভেন্টের মূল পর্বে খেলবে। তারা বাছাই পর্ব উৎরে যায় জুলাই মাসে।
আইসিসি অনূর্ধ্ব-১৯ নার🍸ী ༒টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে টুর্নামেন্টের প্রথম সংস্করণ। এটি ২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে।