• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারী ফুটবলে নতুন পৃষ্ঠপোষক পাচ্ছে বাফুফে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০২:৫৭ পিএম
নারী ফুটবলে নতুন পৃষ্ঠপোষক পাচ্ছে বাফুফে
ফাইল ছবি

বাংলাদেশ ফুটবলের সোনালি দিন নেই কয়েক যুগ হতে চললো। পুরুষ দল যখন সব চে🦩ষ্টায় ব্যর্থ হচ্ছেন, ঠিক এমন সময়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আনছেন নারী ফুটবলাররা। এসব নারী ফুটবলারদের পৃষ্ঠপোষকতায় এতদিন ঢাকা ব্যাংকই ছিল একমাত্র ভরসা। তবে সুখবর হচ্ছে, নারী ফুটবলে নতুন পৃষ্ঠপোষক পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গতকাল সোমব💜ার (১৩ জুন) ব🐽াফুফে নির্বাহী সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ এই আভাস দিয়েছেন।

নারী ফুটবল দলের সাফল্য মূলত অনূর্ধ্ব পর্যাꦰয়ে। জাতীয় ফুটবল দলের ম্যাচ সেভাবে আয়োজন হয় না। আগামী আগস্ট মাসে সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। সেই চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে চলতি মাসে সিলেটে মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন সাবিনা-মারিয়ারা। তবে কোনো প্রতি🍒যোগিতায় অংশ নেওয়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতির জন্য প্রয়োজন বাড়তি ম্যাচ খেলা।

এই প্রসঙ্গে বাফুফে নারী উইংয়ের প্রধান বলেন, ‘‘আমরা অবশ্যই চাই নারী𓄧দের আ✨রো ম্যাচ খেলাতে। এজন্য প্রয়োজন অর্থ। আমাদের সাথে একটি স্পন্সরের কথা হচ্ছে। ২১ তারিখ আশা করছি জানাতে পারব। এটা হলে প্রস্তুতি ম্যাচের ব্যাপারে বেশ সহায়ক হবে।’’

বাংলাদেশের পুরুষ ফুটবল দলে পৃষ্ঠপোষকতার সংকট হলেও নারী ফুটবলে সেটা নেই। মারিয়াদের সাফল্যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান স্পন্সরের আগ্রহ প্রকাশ করে। নারী ফুটবল দলের সঙ্গে গত কয়েক বছ🗹র যাবত ঢাকা ব্যাংক সম্পৃক্ত রয়েছে। এখন নতুন করꩲে স্পন্সর পেলে দেশের ফুটবলের জন্যই আশীর্বাদ বয়ে আনবে এতে কোনো সন্দেহ নেই।  

Link copied!