• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘টি-টোয়েন্টি ক্রিকেটে রানসংখ্যার চেয়ে ইমপ্যাক্ট গুরুত্বপূর্ণ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২২, ০৩:৫৮ পিএম
‘টি-টোয়েন্টি ক্রিকেটে রানসংখ্যার চেয়ে ইমপ্যাক্ট গুরুত্বপূর্ণ’
ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে নতুন বাংলাদেশ দলের সূচনা হতে যাচ্ছে। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সফরের জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়ক ঘোষণা করা হয়। নতুন দায়🔯িত্ব কাঁধে পেয়ে প্রথমবারের মত🍌ো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেই জানালেন, ব্যাটিংয়ে রানের চেয়ে দলের পারফরম্যান্সে ইমপ্যাক্ট বা ইতিবাচক প্রভাবকে বড় করে দেখবেন তিনি।

রোববার (২৪ জুলাই) মিরপুরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দল নিয়ে নিজের ভাܫবনার কথা জানিয়েছেন. এসময় নিজের ব্যাটিং নিয়েও কথ⛎া বলেন উইকেটকিপার এই ব্যাটার।

টি-টোয়েন্টির ব্যাটিংয়ের ক্ষেত্রে স্ট্রাইকরেট ও ইমপ্যাক্টের গুরুত্ব বুঝ💝িয়ে সোহান বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমরা যা♈রা মিডল বা লোয়ার অর্ডারে ব‍্যাটিং করি, সেখানে রানের সংখ্যার চেয়ে ইমপ্যাক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ১৫-২০ রান দেখতে অনেক ছোট লাগতে পারে। তবে এই রান খেলায় কতটা প্রভাব রাখতে পারছে সেটাই মূল বিষয়।’

এসময় অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্বের কথা জানিয়ে তিনি বলেন, ‘যখন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলি তখন আমার লক্ষ‍্য থাকে, দল কী চাচ্ছে, সেটা মেটানো। যেহেতু এই সিরিজে অধিনায়কত্ব করছি, লক্ষ‍্য থাকবে দল হিসেবে কীভাব খেলতে 📖পারি সেটা নিশ্চত করা।’

তিনি আরও বলেন, ‘আগে বুঝতে হবে ইমপ্যাক্ট। একদিন হয়তো ১৫-২০ রান করলাম, পরের ম‍্যাচে রান না করলে প্রশ্ন ও𒈔ঠে, রান করে না। ১৫-২০ রানটা সংখ‍্যায় অনেক কম দেখা যায়। কিন্তু এখানে খেলায় কতটা প্রভাব ফেলতে পারছি কিংবা রাখতে পারছি সেটা গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্যไ, আগামী ৩০ জুলাই থেকে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এজন্য ২৬ জুলাই দেশ ছাড়োবে

Link copied!