ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে আজ একমাত্র ম্যাচে মাঠে নামছে পয়েন্ট টেবিলের দুই নম্বর দল কলকাতা নাইট রাইডার্স ও আটে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচ শুরুর আগে টস জিত🍬ে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
শুক্রবার (১৫ এপ্রিল) মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে আসরের ২৭তম ম্যাচ 🌠শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
হায়দ্রাবাদ তাদের একাদশে আজ একটি পরিবর্তন এনেছে। স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে জগদীশা সুচিথকে নিয়েছে তারা। আর কলকাতা 💜একাদশে আজ তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। অ্যারন ফিঞ্চ, আমান হাকিম খান ও উইকেটকিপার ব্যাটার শেলডন জ্যাকসন ফিরেছেন স্যাম বিলিংস, শিভাম মাভি ও আজিঙ্কা রাহানের পরিবর্তে।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতীশ রানা, 🐭আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, সুনীল নারিন, উমেশ যাদব, আমান হাকিম খান ও বরুণ চক্রবর্তী।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, নিকোলাস পুরান (উইকেটরক্ষক)🅠, এইডেন মার্করাম, শশাঙ্ক সিং, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক ও টি নটরাজন।