প্রবল সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রি𝓡কেটে আবির্ভাব হয় বাংলাদেশি ব্যাটার সৌম্য সরকারের। শুরুর দিকে একের পর এক ম্যাচ জেতানো ইনিংসে আশাটা হয়ে আরও বড়। তবে এরপর যত দিন গড়িয়েছে সৌম্য যেন ততই পিছিয়েছে। যেখানেই খেলছেন, কোথাও রানের দেখা নেই তার ব্যাটে।
চলতি ডিপিএলেও নিজের ছায়া হয়েই আছেন সৌম্য। মঙ্গলবার (১১ এপ্রিল) ♓ফতুল্লায় মোহামেডানের হয়ে খেলতে নেমে মাত্র ৯ রানেই ফেরেন তিনি। সর্বোচ্চ রান ৫৬, এখন পর্যন্ত লিগের ৯টি ম্যাচ খেলে ২০.১৩ গড়ে সৌম্য করেছেন মাত্র ১৬১ রান, সর্বোচ্চ রান ৫৬।
এবার তাকে নিয়ে হতাশা প্রকাশ করলেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, “সৌম্যর কাছে যে প্রত্যাশা, সে অনুযায়ী পাচ্ছি না। কিছু দিন আগেও জাতীয় দলে ছিল। বাংলাদেশের পক্ষে তার অনেক ভাল𝓡ো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্স। এখন প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। ও এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমাদের পুল ✨আরও বড় হয়। আমরা বিশ্বাস করি, ওর সামর্থ্য নিয়ে কোনও সন্দেহ নেই। একটু হতাশ তো অবশ্যই।”
সৌম্যকে সবসময় মানসিꦫক সমর্থন দেওয়া হচ্ছে বলে জানান হাবিবুল। তবে এক্ষেত্রে সৌম্যের নিজেকেই ঠিক করতে হবে, কীভাবে খেলতে হবে বলে ম তার।
“ওর সাথে সবাই কথা বলছে। যে মানসিক সমর্থন দরকার সেটা সবসময় দেওয়া হয়। মাঝেমাঝে ক্রিকেটারদের নিজেকেই নিজে বাঁচাতে হয়। ও কিন্তু অনেক দিন ধরে খেলছে, মোটেও নতুন ক্রিকেটার না। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক সমর্থন তো🌞 সবসময় পায়। নিজেকেই ঠিক করতে হবে,♛ কীভাবে খেলতে হবে সেটা নিজেকেই বের করতে হবে” যোগ করেন সৌম্য।
২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় সৌম্যর। ২০২২ সালের নভেম্বরে সব♓শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সৌম্য, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এখন পর্যন্ত ১৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন সৌম্য।