• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্টেডিয়ামের পিচের মাটি কেন মুখে দিলেন রোহিত শর্মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৪, ০৭:১৯ পিএম
স্টেডিয়ামের পিচের মাটি কেন মুখে দিলেন রোহিত শর্মা
রোহিত শর্মা ও জোকোভিচ। ছবি: সংগৃহীত

একজন গ্রান্ড স্লাম টেনিস আসর উইম্বলডন জয়ী, আরেকজন ক্রিকেট বি༺শ্বকাপ জয়ী। একবার উইম্বলডন জিতে সেন্টার কোর্টের ঘাস মুখে দিয়ে সেই মঞ্চকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা সার্বিয়𒊎ার নোভাক জোকোভিচ।

বার্বেডোজের কেনসিংটন ওভালে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জেতার পর বাইশ গজ পিচের মাটি মুখে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।𝄹 কৃতজ্ঞতা জানান সেই বাইশ গজকে, যা☂ তাকে বিশ্বকাপ উপহার দিয়েছে।

ম্যাচ জেতার পরে আনন্দাশ্রু ঝড়ে পড়ে রোহিতের। সাংবাদিক সম্মেলনে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ থে💮কে অবসর ঘোষণা কর𝔉েন তিনি।

২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের পর মাথা নিচু করে মাঠ ছেড়েছিলেন রোহিত। হারানো সেই সম্মান ফিরিয়ে দেয় বার্বেডোজ। বিশ্বকাপ ট্রফি নিয়ে লিওনেল মেসির ভঙ্গিতে তার এগিয়ে যাওয়ার দৃশ্য꧅ তুলে ধরে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ভারতীয় পেজ। মেসির মতোই বিশ্বকাপ পাশে নিয়ে ঘুম থ𝓡েকে ওঠেন ভারতীয় অধিনায়ক। সেই ছবি তুলে ধরেন ইনস্টাগ্রামের স্টোরিতে।

জোকোভিচ বিশ♈্বের এক নম্বর টেনিস তারকা, সবচেয়ে বেশি গ্রান্ড স্লাম বিজয়ী। আর রোহিত এবারের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সফল অধিনায়ক। জোকোভিচ যেভাবে মাটির ঘাস মুখে দিয়ে মাটির প্রতি কৃতজ্ঞতা জানান, রোহিত ঠিক সেটাই করলেন বা মনে করালেন, মাটিতে শ্রদ্ধা জানানোর কথা। 

 

Link copied!