দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শনিবার চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ তাদের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে। রাত ৮টায় ম্যাচটি মাঠে গড়াবে। আগের তিন ম্যাচের দুটিতে হেরে ও একটিতে জিতে বাংলাদেশ ইতোমধ্যে প্রায় ছিটকে গেছে। তবে প্রোটিয়া নারীদের হারিয়ে ক্ষীণ আশা জিইয়ে রাখতে চায় বাংলাদেশ। যেহেতে বিভিন্ন দলের খেলা বাকি। তাই কাগজে-কলমে টিকে রয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশকে তাদের তৃতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। `বি` গ্রুপে রয়েছে বাংলাদেশ। এটা ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চতুর্থ লড়াই। চারটিতেই জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ।🐼 বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ১৬ রানে স্কটল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় পায়। ঐতিহাসিক হওয়ার কারণ, ২০১৪ সালে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ নারীরা। এরপর টানা চারটি নারী বিশ্বকাপে কোন জয় পায়নি বাংলাদেশ দল। এবার দ্বিতীয় ম্যাচে সম্ভাবনা সৃষ্টি করেও শেষ পর্যন্ত ২১ রানে পরাজিত হয় ২০০৯ সালের প্রথম আসরের শিরোপাধারী ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ দীর্ঘ চার বছরের জয়ের খরা কাটালেও আশা জাগানোর মতো খেলতে পারছে না। বিশেষ করে বাংলাদেশ ট💜ি-টোয়েন্টি ম্যাচ খেলছে ওয়ানডে কিংবা টেস্টের মতো বলের পর বল নষ্ট করে এবং বেশির ভাগ ক্ষেত্রে সিঙ্গেলস নিয়ে। অর্থাৎ টি-টোয়েন্টির মেজাজ কিছুই শেখেনি বাংলাদেশের ব্যাটাররা। তাছাড়া, খেলোয়াড়দের মনোবলও অনেক দূর্বল। ফিল্ডিং ও উইকেটকিপিং বাজে হচ্ছে। পরাজয়ের এগুলোও বড় বড় কারণ। শেষ ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী হলেও তারা কখনো বিশ্বকাপ জেতেনি। তাই একটু মনোভাব শক্ত করে ভয়-ডরহীন ভাবে মাঠে খেলতে পারলে, একটি জয় আসলেও আসতে পারে। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তেমনটিই বলেছেন। তিনি জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করতে চান।