আগামী ১৭ অক্টোবর ফ্রান্সের প্যারিসে জাঁকজমক আয়োজনে ঘোষণা দেওয়া হবে ২০২১-২২ 🍒মৌসুমের ব্যালন ডি`অর জয়ীর নাম। তার আগেই ফাঁস হয়েছে ৩০জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা। তালিকায় জায়গা হয়নি সাতবারের এই পুরস্কার ⛎বিজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।
সারা বিশ্ব থ🎃েকে ১৮০ জন সাংবাদিক পুরষ্কার প্রতিযোগিতার জন্য সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা পাঁচ খেলোয়াড়কে নির্বাচন🍷 করবেন।
ফাঁস হওয়া তালিকাটি এফটিবিএল টুইটারে পোস্ট করেছে। পোস্ট অনুসারে, রিয়াল মাদ্♐রিদ তারকা করিম বেনজেমা প্রথম স্থানে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল। দ্বিতীয় স্থানে সাদিও মানে এবং তৃতীয় স্থানে ভিনিসিয়াস জুনিয়র আছে। চতুর্থ স্থানে মিশরীয় তারকা মোহামেদ সালাহ ও পঞ্চম স্থানে সদ্যই বার্সেলোনায় যোগ দেওয়া পোলিশ তারকা রবের্ত লেভানদোভস্কি। এই খেলোয়াড়রা চুড়ান্ত পর্বে প্রতিযোগিতা করবেন।
অবশ্য প্রায় প্রতি বছরই ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার আগে এর ভুয়া তালিকা ফাঁস হয়। তাই এই তালিকা সঠিক ধরা কঠিন। তবে এবারের ত🐎ালিকায় প্রথম সারির পাঁচজনই ব্যালন ডি’অরের যোগ্য দা💖বিদার। বিশেষ করে রিয়াল মাদ্রিদকে ১৪তম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানো ফরাসি তারকা বেনজেমা স্পষ্ট দাবিদার।