ইংল্যান্ড ൲দলকে বিশ্বকাপ জিতিয়ে ইংল্যান্ডকে হেড কোচের দায়িত্ব ছাড়েন ট্রেভর বেইলিস। এবার আইপিএলের দল পাঞ্জাব কিংসের দায়িত্ব পেলেন তিনি। পাঞ্জাব কিংসে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে অনিল কুম্বলের সাথে চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ। এরপর থেকেই নতুন কোচের খোঁ🎀জে ছিল দলটি। শেষ পর্যন্ত ট্রেভর বেইলিসের উপরই ভরসা রাখছে তারা।
🌳ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কাজ শুরু করেন ট্রেভর বেইলিস। পাঞ্জাবের দায়িত্ব নেওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ ও ২০২১ সালে এই দায়িত্বে ছিলেন।
সর্বশেষ তিন মৌসুমে অনিল কুম্বলের অধীনে খেলেছিল পাঞ্জাব কিংস। তিন মৌসুমে একবারও দলটি খেলত💧ে পারেনি আইপিএলের প্লে অফ। এরই জেরে দায়িত্ব হারিয়েছেন বলে গুঞ্জন সবার।
ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতꦗানো ট্রেভর বেইলিস হায়দরাবাদের আগেও আইপিএলের দায়িত্বে ছিলেন। কলকাতা নাইট রাইডার্সকে ২০১২ ও ২০১৪ সালে ꧟আইপিএল জেতানো কোচের দায়িত্ব পালন করেছেন।