• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ম্যাচ হেরে উন্নতির জায়গা দেখছেন সোহান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ১২:২৭ পিএম
ম্যাচ হেরে উন্নতির জায়গা দেখছেন সোহান

টানা ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজেও নিজেদের ভাগ্যে বদল আনতে পারেনি। টুর্নামেন্টের প্রথমಌ ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হেরে অধিনায়ক নুরুল হাসান সোহান বা♛জিয়েছেন পুরোনো মাইক, “উন্নতির জায়গা আছে।”

শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। অন্য বোলাররা ভালো করলেও মোস্তাফিজুর রহমান চার ওভারে দেন ৪৮ রান। এতেই বেড়ে যায় পাকি༺স্তানের দলীয় সংগ্রহ।

তবুও ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক সোহান। তিনি বলেন, “আমরা হতাশ। উইকেট ভালো ছিল এবং বোলাররা দারুণ বোলিং করে💃ছে।”

ম্যাচ শেষে আরো 🔯উন্নতির জায়গা দেখছেন এই উইকেট💝রক্ষক ব্যাটার। বলেন, “আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। মাঝের ওভারগুলোতে উইকেট হারানো আমাদের জন্য ক্ষতি হয়েছে।”

মোস্তাফিজ ছাড়া অন্য বোলাররা ভালো করলেও ব্যাটিংয়েꦯর শুরু কিংবা মাঝের ওভারগুলোতে ব্যাটাররা আটকে গেছেন ব্যর্থতার চোরাবালিতে। এর মাঝেও ব্যতিক্রম ছিলেন লিটন দাস ও ইয়াসির আলি রাব্বি। দুই জনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৩৫ ও ৪২൩* রান।

তবুওꦦ উন্নতির জায়গা দেখছেন এই নুরুল হাসান সোহান। বলেন, “লিটন ও ইয়াসির আলি ভালো ব্যাটিং করেছে। তবে আমার মতে এখনো আরও উন্নতির জায়গা আছে।”

ত্রিদেশীয় সিরিজ শুরুর একদিন আগে দলের সাথে যোগ দিয়েছিলেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ভ্রমণ ক্লাꦏন্তি কাটিয়ে না উঠায় এই ম্যাচে খেলেননি তিনি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নুরুল হাসান সোহান।

Link copied!