• ঢাকা
  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাথুরু খেলোয়াড়কে হেনস্তা করেছেন, এমন তথ্য জানেন না শান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০২:১৩ পিএম
হাথুরু খেলোয়াড়কে হেনস্তা করেছেন, এমন তথ্য জানেন না শান্ত
হাথুরুসিংহে ও শান্ত। ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় এক খেলোয়াড়কে শারীরিক হেনস্তা করেছিলেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুജরুসিংহে। এই অভিযোগ তো ছিল🐈। এর সঙ্গে বাড়তি ছুটি কাটানোকেও ছাটাইয়ের এক কারণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। 

যদিও পরে সেসব অভিযোগ প্রত্যাখান করেছেন হাথুরুসিংহে। সেই ক্রিকেটার কেন সঙ্গে সঙ্গে অভিযোগ তুললেন না, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 🦩এমন কোনো ঘটনা ঘটলে ক্রিকেটারের সতীর্থদেরও জানার কথা।

রোববার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনেও প্🅰রশඣ্ন ছিল এ নিয়ে। ;

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব🌳লেন, ‘আমি এই ব্যা🍷পারে আসলে জানিই না। সত্যি বললাম, আমি জানি না। ভবিষ্যতে এমন ঘটনা হলে কী অবস্থান হবে জানতে চাইলে তিনি বলেন, (সামনে এমন) ঘটবে না।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দিন পাঁচেক আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন কোচ ফিল সিমন্স। এত অল্প সময় আগে কোচ বদল হলে পরিকল্পনায় কোনো ꧙সমস্যা হয় কি না জানতে চাওয়া হয় শান্তর কাছে। 

তিনি বলেন, ‘যেহেꦓতু পাঁচদিন আগে বললেন অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই কোচ যখন এসেছেন, খুব বেশি পরিকল্পনা 🌊এখন পর্যন্ত দেননি। উনি নতুন মানুষ, সবকিছু বোঝার চেষ্টা করছেন। আমরা যারা খেলোয়াড়রা আছি বা আমি অধিনায়ক হিসেবে আমি জানি যে কী করতে চাই।’

 

 

Link copied!