• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাকিবের বিপিএলে অংশগ্রহণ অনিশ্চিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৩:২৪ পিএম
সাকিবের বিপিএলে অংশগ্রহণ অনিশ্চিত
ছবি: প্রতীকী

টেস্ট ফরম🌞্যাট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান দেশের মাটিতে। কিন্তু বিশেষ কারণে দেশে ফেরা হয়নি বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার🦩ের। এবারের বিপিএলে সাকিব খেলবেন কি না এ নিয়েও আছে অনিশ্চয়তা। অবশ্য চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব। এই ফ্র্যাঞ্চাইজিটিও সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারেনি।

সাকিবের খেলার বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর কাছে। তিনি বলেন, ‘এখনো এ বিষয়ে (সাকিবেরꦦ বিপিএল খেলা) চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের। আমরা একটা চিঠি পাঠাব দেখি।’

সাকিব যদি না খ🧔েলেন তাহলে নতুন খেলোয়াড় দলে ভেড়াবে চিটাগং। এটা নিয়ে এক প্রশ্নের জবাবে সামির বলেন, ‘হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমরা তিন চার জনের সঙ্গে কথা বলে রেখেছি। অলমোস্ট দুই জন পছন্দের আছে। এখন দেখা যাক আর কি🥂।’

বিপিএল শুরু হবে আগামী ৩০ ডিসেম্বরে। চট্টগ্রাম কিংসের অনুশী𝐆লন শুরু নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিক জানালেন, ‘কোচ এবং কিছু খেলোয়াড় আগেভাগেই দলে যোগ দেবেন। সেটা হতে পারে আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে। শন টেইট ও এনামুল হকরা এর মধ্যে চলে আসবে। এরপরই আমরা অনুশীলন শুরু করব। ম্যাচের আগে নিজেদের যথাযথ প্রস্তুত রাখার চেষ্টা থাকবে দলের।’

নিজেদের জার্সি উন্মোচন নিয়ে বড় চিন্তা আছে ফ্র্যাঞ্চাইজিটির, ‘হ্যাঁ টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়ে তো অনেক আগ্রহ থাকে দর্শকদের। আমরা সেটা বিবেচনায় রাখ🐻বো। সবকিছু ঠিক থাকলে দ্রুতই একটা অনুষ্ঠান করে উন্মোচন করা হবে। আনুমানিক পরবর্তী সপ্তাহের মধ্যে করার পরিকল্পনা রয়েছে।’

চিটাগাং কিংসের স্কোয়াড: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠু🍷ন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দা🐷র আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।

Link copied!