রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের সকালটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। স্কোরবোর্ডে রান উঠেছে মাত্ꦦর ৩৬। অর্থাৎ 🎐পাকিস্তানের চেয় এখনও পিছিয়ে ২৩৮ রান। ফলে ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে আছেন লিটন দাস (০*) ও📖 মেহেদী হাসান মিরাܫজ (৯*)।
বাংলাদেশের ইনিংসে ধসটা শুরু♎ ক൲রেন খুররাম শাহজাদ। ৬ উইকেটের মধ্যে ৪টিই নেন এই পেসার। অন্য ২ উইকেট নিয়েছেন মির হামজা।
দলীয় ১৪ রানের মাথায় জাকির হাসানকে (১) আউট করে বাংলাদেশের টপ অর্ডারে ধস নামান খুররাম 🐓শাহজাদ। অন্য ওপেনার সাদমান ইসলাম (১০) ও শান্তকেও (৪) তুলে নেন এই পেসার। মুমিনুল হক (১) ফিরে যান মির হামজার শিকার হয়ে।
দল൩ীয় ২৬ রানের মাথায় মির হামজার বলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে বল জমা দিয়ে মাঠ ছাড়েন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম (৩)।
মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসানও। ব্যক্তিগত ২ রানে খুররামের এলবিডাব্লুর শিকার হয়ে সাজঘরে ফেরেন বিশ্বের অন্যতম সের𒁏া এই অলরাউন্ডার।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রান করে অলআউট হয়ে পাকিস্তান। সাইম আয়ুব ৫৮, শান মাসুদ ৫৭ ও সালমান আগা ♊৫৪ রান করেন।
বাংলাদেশের হয়ে ৬১ রানে ৫ উইকেট নিয়েছেন🌌 মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া তাসকিন ৩টি এবং নাহিদ রানা ও সাকিব একটি করে উইকেট নিয়েছেন।