বাংলাদেশ প্রিমিয়🥂ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা চলছে। যদিও ফরচুন বরিশালের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। তবে এখনো ক্রম অনুসারে কোন দল আগে-পরে থাকবে, নির্ধারণ করা হয়নি। এরমধ্যেই টুর্নামেন্টের মাঝপথে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
গত কাল শুক্রবার খুলনা টাইগার্সকে ৩৭ রানে হারিয়ে নকআউট পর্ব পাকাপোক্ত করেছে সাকিব বাহিনী। পাশাপাশি নিশ্চিত হয়েছেꦦ খুলনার বিদায়।
ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিবের সৌদি আরবে যাওয়ার বিষয়টি। আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় ফ༒েরার কথা সাকিবের।
খুলনার বিপক্ষে ম্যাচের পর পরই রাতে সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে চড়েন সাকিব। আগামী ৭ ফেব্রুয়ারি ক𒐪ুমিল্লা ভিক্টোরিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়ান্সের বিপক্ষে বরিশালের ম্যাচে পাওয়া যাবে সাকিবকে।
গ্রুপ পর্বে এখন পর্যন্ত নিজেদের ১০ ম্যাচ শেষে ৭ জয় ও ৩ হারে টেবিলের দুই নম্বরে আছে বরিশাল। সাত জয়ে বরিশালের ১৪ পয়েন্ট। সি🥂লেট স্ট্রাইকার্স ২ পয়েন্ট বেশি নিয়ꦛে শীর্ষে আছে।