• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সৌদি লিগে গোলদাতাদের শীর্ষে রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৩:৪৯ পিএম
সৌদি লিগে গোলদাতাদের শীর্ষে রোনালদো
রোনালদো। ছবি: সংগৃহীত

সৌদি আরবের প্রো ফুটবল লিগে কার্যত সব ম্যাচেই গোল করছেন পর্তুগিজ ত্রিশ্চিয়ানো রোনালদো। গত শুক্রবার রাতে তার ক্লাব আল নাসের ৩-১ গোলে পরাজিত হরে আল-ইত্তিফাককে। তিনটি গোলের একটি তার। অবশ্য সেই গোল তিনি♍ করেন পেনাল্টিতে।

এই বছর সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো ৫১টি গোল করেছেন। প্রো লিগে রোনালদোর ক্লাবের পয়েন্ট ১৭ ম্যাচে ৪০। শীর্ষে আল-হিলাল, তাদের পয়েন্ট ১৮ ম্যাচে ৫০। লিগে এখন পর্যন্ত রোনালদোর গোল ১৭টি, যা আপাতত সর🎀্বোচ্চ। পয়েন্ট টেবিলꦑে এক নম্বরে উঠে আসতে চাচ্ছে আল নাসের। 

শুক্রবারের ম্যাচে জয়ের পরে রোনালদো ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘নতুন করে আমার কিছু বলার নেই। গোল করতে না পারলে নিজেকে খুব অসহায় বলে মনে হয়। আল নাসেরকে সাফল্যের শীর্ষে তুলে নি𒀰য়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।’ 

তিনি আরও বলেন, ‘জয় দিয়ে বছর শেষ করতে পারল🦋ে মনের জোর আরও বেড়ে যায়। আমি সতীর্থদের বারবার করে সেই কথাই মনে করিয়ে দিয়েছি। আমাদের কাজ শেষ হয়নি এখনও।’

সমর্থকদের অভিনন্দন জানিয়ে রোনালদো বলে﷽ছেন, ‘প্রত্যেক ম্যাচে যেভাবে সমর্থকেরা আমাদের হয়ে গলা ফাটান, সেটা আমাকে নতুন কিছু করার শক্তি দেয়। ওদের মুখে হাসি ফোটানো আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে। তবে সতীর্থদেরও সেই ব্যাপারে বাড়তি দায়িত্ব নিতে হবে। এখনও পর্যন্ত আমরা ধারাবাহিক ভাবে ভাল খেলে চলেছি। এই ছন্দটা যে কোনও মূল্যে ধরে রাখতে হবে।’

 

Link copied!