পাকিস্তানে একের পর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। শুক্রবার করাচিতে সন্ত্রাসী হামলা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সুপার লিগের ম্যাচ নিয়ে আলোচনার জন্য একটি সভা করেছে। পিসিবি প্রধান নাজাম শেঠি🧜 বলেছেন যে, পিএসএলের বাকি ম্যা💫চগুলোর সময়সূচী হামলার কারণে পরিবর্তন হবে না।
১৩ ফেব্রুয়ারি লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানদের উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পিএসএল শুরু হয়েছিল। লিগে শিরোপা জয়ের জন্য লড়ছে ছয় দল। প্ল🐷ে-অফ ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। ফাইনালের তারিখ ১৯ মার্চ নির্ধারিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীরা করাচি পুলিশ প্রধ𒐪ানের অফিসে হামলা চালায়। শেঠি বলেছেন যে ম্যাচগুলো নির্ধারিত সিডিউলে চলবে। কারণ লীগ শুরুর পর থেকে খেলোয়াড় এব🏅ং কর্মকর্তাদের জন্য রাষ্ট্রপতির তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, "পিএসএল ম্যাচগুলো সূচি অনুযায়ী চলবে। সব খেলোꦚয়াড়দের নিরাপত্তা ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।"
এদিকে, নিরাপত্তা সংস্থা এবং সরকার করাচিতে পিএসএল ম্যাচগুলো চালিয়ে যাওয়া🌜র জন্য ছাড়পত্রও দিয়েছে।