• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৬ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সন্ত্রাসী হামলায় পরিবর্তন হবে না পিএসএলের সূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১১:২৮ এএম
সন্ত্রাসী হামলায় পরিবর্তন হবে না পিএসএলের সূচি

পাকিস্তানে একের পর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। শুক্রবার করাচিতে সন্ত্রাসী হামলা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বꦐোর্ড (পিসিবি) সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সুপার লিগের ম্যাচ নিয়ে আলোচনার জন্য একটি সভা করেছে। পিসিবি প্রধান নাজাম শেঠি বলেছেন যে, পিএস♔এলের বাকি ম্যাচগুলোর সময়সূচী হামলার কারণে পরিবর্তন হবে না।

১৩ ফেব্রুয়ারি লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানদের উদ্ব🐻োধনী ম্যাচের মাধ্যমে পিএসএল শুরু হয়েছিল। লিগে শিরোপা জয়ের জন্য লড়ছে ছয় দল। প্লে-অফ ১𝔉৫ ফেব্রুয়ারি শুরু হবে। ফাইনালের তারিখ ১৯ মার্চ নির্ধারিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীরা করাচি পুলিশ প্রধানের অফিসে হামলা চালায়। শেঠি বলেছেন যে ম্যাচগুলো নির্ধারিত সিডিউলে চলবে। কারণ লীগ শুরুর পর থেকে খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য 🌱রাষ্ট্রপতির তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

তিনি বল♈েন, "পিএসএল ম্যাচগুলো স🎃ূচি অনুযায়ী চলবে। সব খেলোয়াড়দের নিরাপত্তা ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।"

এদিকে, নিরাপত্তা সংস্থা এবং সরকার করাচিতে পিএসএল ম্যাচগুলো চালিয়ে য𒁃াওয়ার জন্য ছাড়পত্রও দিয়েছে।

Link copied!