• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আফ্রিকান বংশোদ্ভুত ইয়ামালের জন্য ২৩২৩ কোটি টাকা বরাদ্দ পিএসজির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০২:২৮ পিএম
আফ্রিকান বংশোদ্ভুত ইয়ামালের জন্য ২৩২৩ কোটি টাকা বরাদ্দ পিএসজির
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশি মুদ্রায় ২৩২৩ কোটি টাকা। চিন্তা করাটাই কঠিন। অথচ, এই অর্থ খরচ করে হলেও ফ্রান্সের প্যারিস স🌄েইন্ট জার্মেই (পিএসজি) দলটি বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা ফুটবলার লামিন ইয়ামালকে কেনার চেষ্টা করছে। আফ্রিকান বংশোদ্ভুত (বাবা মরক্কোর, মা গ্যাবনের) এই খেলোয়াড়কে দলে নিয়ে ফরোয়ার্ড লাইন শক্তিশালী করতে চায় পিএসজি। 

চলতি মৌসুমের পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থাক🐎বেন না কিলিয়ান এমবাপে। বলা হচ্ছে, আগামী মৌসুম থেকে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা।

দলের প্রধান তারকা এমবাপে আগামী মৌসুমে থাকবেন ﷺনা, যে কারণে দারুণ অস্বস্তিতে পিএসজি। তাই আক্রমণভাগে এমব♔াপের বিকল্প ফুটবলার হন্যে হয়ে খুঁজছে প্যারিসের ক্লাবটি।

সেই ধারাবাহিকতায় বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে দলে ভিড়ানোর চেষ্টা করছে পিএসজি, এমন প্রতিবেদন প্রকাশ করেছে ফ𓂃্রান্সের ক্রীড়াবিষয়ক গণমাধ্যম 🍷`লি প্যারিসিয়েন‍‍`।

প্💃রতিবেদনের বলা হয়েছে, পিএসজির ডিরেক্টর লুইস ক্যাম্পসের সঙ্গে ইয়ামালের এজেন্ট জর্জে মেন্ডেসের সম্পর্ক খুবই ভালো। সে সম্পর্ক কাজে লাগিয়ে ইয়ামালের সঙ্গে চুক্তি করতে পারে পিএসজি।

প্রতিবেদনে🐲 আরও জানানো হয়েছে, ইয়ামালকে দলে ভিড়াতে ২০০ মিলিয়র ইউরো বাজেট রাখছে পিএসজি। 🧜বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৩২৩ কোটি টাকা প্রায়। তবে এটি কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

তরুণ ফুটবলার ইয়ামালকে কোনোভাবেই ছাড়ত🐓ে চাইবে না বা💃র্সা। কারণ, কাতালনের ক্লাবটির হয়ে দারুণ খেলছেন এই স্প্যানিশ তারকা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সার হয়ে পিএসজির বিপক্ষে দারুণ একটি অ্যাসিস্টও করেন ইয়ামাল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচেও আলোচনায় ছিলেন এই বার্সা ফরোয়ার্ড।

Link copied!