শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দলের ব্যাটিংয়ে হতাশ রোহিত শর্মা। জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৪৭.৫ ওভারে। সহজ লক্ষ্য পেয়েও জিততে না পারায় হত🔴াশ ভারতীয় দলের অধিনায়ক। একটা রান না করতে পারার আক্ষেপ যাচ্ছে না তার।
শুক্রবারের ম্যাচ টাই হওয়ার পর রোহিত নিজের হতাশা ꧟গোপন করেননি। তিনি বলেছেন, ‘লক্ষ্য অসম্ভব কিছু ছিল না। লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ভাল ব্যাট করতে হত। আমরা কিছু সময় ভাল ব্যাট করেছি। ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারিনি।’
তিনি বলেন, ‘একটা সময় আমরাই সুবিধাজনক জায়গায় ছিলাম। পর পর দুটো উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। লোকেশ রাহুল এবং অক্ষর পটেলের জুটি আমাদের লড়াইয়ে ফিরﷺিয়েছিল। তবু আমাদের শেষটা হতাশাজনক হয়েছে। কখনও কখনও এ রকম হয়। শ্রীলঙ্কা শেষ দিকে বেশ ভাল খেলেছে। সব মিলিয়ে ম্যাচের ফল ঠিকই আছে।’
ওয়ানডে সিরিজ়ের প্রথম ম্যাচের পিচ নিয়েও খুশি রোহিত। তিনি বলেছেন, ‘গোটা ম্যাচেই পিচ মোটামুটি একই রকম আচরণ করেছে। এই ২২ গজে ব্যাটিং একটু কঠিন ছিল। নামলাম আর মারতে শুরু করলাম♛, তেমন পিচ নয়। খেটে রান করতে হয় এই ধরনের পিচে। তবে ভাল লড়াই হয়েছে। দু’দলই কখনও না কখনও সুবিধাজনক জায়গায় থেকেছে। শেষে একটা কথাই ব🏅লব, আমাদের আর একটা রান করা উচিত ছিল।’
রোববার বিকেল সাড়ে তিনটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ৭ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচ হ♛বে এই ভেন্যুতে একই সময়ে।