• ঢাকা
  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাঠে ফেরার তারিখ নিজেই জানালেন নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০১:৪৮ পিএম
মাঠে ফেরার তারিখ নিজেই জানালেন নেইমার
নেইমার। ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ও জনপ্রিয় তারকা ব্রাজিলের নেইমার জুনিয়র। দীর্ঘ এক বছরের ইনজুরিকাল শেষ করেছেন। একদিন আগে এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরি থেকে তার পুরোপুরি সেরে ওঠার ঘোষণাও দিয়েছিলেন আল-হিলাল কোচ জর্জ জেসুস।𓄧 তবে ঠিক কোন দিন নেইমার মাঠে ফিরবেন জেসুস সেই নিশ্চয়তা দেননি। এবার আল-হিলালের এই সেলেসাও ফরোয়ার্ড নিজেই জানিয়ে দিলেন দিনক্ষণ।

সো🌊মবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে খেলবে আল-হিলাল। সেই ম্যাচে নেইমা🎐রের খেলার বিষয়ে কিছুটা সংশয় রেখে কোচ জেসুস বলেন, ‘সোমবারের ম্যাচের জন্য স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন নেইমার। তার ইনজুরির এক বছর পূর্ণ হয়েছে এবং তিনি বর্তমানে পুরোপুরি ফিট। আমরা দেখব আল-আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কি না।’

এদিকে, শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে সাবেকꦦ বার্সেলোনা ও পিএসজি তারকার একটি ভিডিও পোস্ট করেছে আল-হিলাল। যেখানে নিজের𝓡 ফেরার ঘোষণা দিয়ে নেইমার বলেন, ‘আমি জানি আপনার উদ্বিগ্ন, আমি নিজেও। ২১ অক্টোবর, আমি ফিরছি।’ সেদিনই আল হিলাল ও আল আইন মুখোমুখি হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে।

পরবর্তীতে নেইমারের মার্কেটিং প্রতিষ্ঠান এনআর স্পোর্টসও একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়, ‘যদিও তার মাঠে ফেরার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না, তবে সোমবার আবারও নম্বর টেনকে খেলতে ღদেখা যাবে🦋। যাতে নিজের ক্যারিয়ারের গতিপথ সচল রাখতে পারেন। ব্যথা ও যন্ত্রণায় ঘেরা এমন দিন গেছে, যেখান থেকে ফুটবলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা ছিল। পরিবার ও বন্ধুদের সাহচর্যে সেটি কাটিয়ে উঠতে পেরেছেন, যেন ১০ নম্বর জার্সির প্রতিনিধিত্ব করতে পারেন সবসময়। বিশ্বজুড়ে থাকা তার অগণিত ভক্তের সমর্থনের জন্য কৃতজ্ঞতা।’

২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি ক্লাবটিতে যোগ দিলেও, মাত্র ৫টি ম্যাচ খেলেছেন এই তারকা ফরোয়ার্ড। ওই বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তিনি উরুগুয়ের বিপক্ষে ৪৩ মিন⛎িটে চোটে পড়েন। ৩২ বছর বয়সী নেইমার এবার পুরোদম꧟ে ফিরছেন বলে জানিয়েছেন এক ভিডিওতে, ‘যত বারই ইনজুরিতে পড়েছি, সেই অবস্থা থেকে ফিরে এসেছি। কিন্তু কখনোই অর্ধেক ফিট হয়ে আসিনি।’

ম্যাচটি খেলতে পারলে♌, ব্রাজিল দলেও নেইমারের ফেরাটা অনেক✅টাই নিশ্চিত।

Link copied!