এতোদিন অপরের মুখে কিংবা বিভিন্ন মিডিয়ায় শোনা গিয়ে𝄹ছিল কিলিয়ান এমবাপে আগামী মৌসুম থেকে আর ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) থাকছেন না। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার কিংবা সরাসরি এমবাপের কাছ থেকে শোনার। অবশেষে পিএসজি ছাড়ার ঘোষণা নিজেই দিলেন এমবাপে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তা🅷য় পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন এমবাপে। ভিডিওতে এমবাপে জানিয়েছেন, চলতি মৌসুমই পিএসজিতে তার শেষ মৌসুম। তুলুজের বিপক্ষেই শেষবারের মতো পিএসজির জার্সিতে খেলতে নামবেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা।
এমবাপে বলেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শ💯েষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলবো।’
পিএসজির হয়ে মোট ৬ বার ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতেছেন এমবাপে। চলতি মৌসু🌳মেও ফান্সের সেরা ক্লাব প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে পিএসজি। সবমিলিয়ে এটি পিএসজির ১২তম লিগ শিরোপা🅷।
তবে পিএসজির হয়ে কোনো চ্যাম﷽্পিয়্ন্স ল๊িগের শিরোপা জিততে পারেননি এমবাপে। ২০১৯-২০ মৌসুমে পিএসজিকে ফাইনালে তুললেও বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছে এমবাপেকে।
এরপর চলতি মৌসুমে অনেকটা আশা নিয়ে ಞপিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত এনেছিলেন এমবাপে। তবে এবারও জার্মান বুন্দেসলিগার ক্লাবের কাছেই আটকে গেলো পিএসজি। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে শেষ চার থেকেই বিদায় নিয়েছে এমবাপের দল।