পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। হজ পালনের বিষয়টি পূর্বেই জানা🔯 ছিল। তবে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহর স্🍨ত্রী।
বৃহস্পতিবার (২🀅২ জুন) মাহমুদউল্লাহর সহধর্মিণী জান্নাতুল কেফায়েত মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদউল্লাহর স্ত্রী তার🙈 স্বামীর জন্য দোয়া চেয়ে ফেসবুক পোস্টে লেখেন, আসসালামু আলাইকুম। আমার স্বামী হজ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ! আল্লাহ তার হজ কবুল করুক এবং সমস্ত গুনাহ মাফ করুক। আমিন। আপনারা তার জন্য দোয়া করবেন।
হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন মাহমুদউল্লাহ। এই কার🅷ণে আফগান সিরিজে তাকে দলে রাখা হয়নি। যদিও জাতীয় দলে তার অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।
বাংলাদেশ দলে ৭ নম্বর পজিশনে ব্যাট করার জন্য মাহমুদউল্লাহ স🐠ঙ্গে আফিফ হোসেন , মোসাদ্দেক হোসেন বিবেচনায় আছেন। সামনে এশিয়া কাপের দল থেকেই চূড়ান্ত হবে বিশ্বকাপের দল। তখন বুঝা যাবে কে ৭ নম্বরে ব্যাট করবেন।