টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরেও প্রাꦗথমিক পর্ব খেলবে শ্রীলঙ্কা। এশিয়া কাপজয়ী দলের কোচিং প্যানেলে এবার নতুন মুখ যুক্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দলটির কন🐲সালট্যান্ট হিসেবে কাজ করবেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
এশিয়া কাপ শেষ হওয়ার পরই দেশটির বোর্ড প্রধান শাম্মি সিলভা জানিয়েছিলেন, বিশ্বকাপের কোচিং প্যানেলে যুক্ত হবেন মাহেলা ꦚজয়াবর্ধনে। এবার হলোও💛 তাই, কোচিং কনসালট্যান্ট হিসেবে জাতীয় দলের সাথে যুক্ত হলেন।
শ্রীলঙ্কার জাতীয় দলের সাথে কাজ করারඣ অভিজ্ঞতা অবশ্য জয়াবর্ধনের জন্য নতুন নয়। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সাথে কাজ করেছিলেন। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা যুব দলের কনসালট্যান্ট হিসেবে কাজ ক🐬রেছিলেন তিনি।
চলতি বছরের ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টไি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগেই জয়াবর্✃ধনেকে দলে ভিড়িয়েছে লঙ্কান।
দলের কোচ ক্রিস সিলভারউডের সাথে মূলত কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ 💃করবেন তিনি। ক্রিকেটাররা ক্রღিস সিলভারউডের অধীনে অনুশীলন ও কন্ডিশনিং করবেন।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার আর কোনো সিরিজ খেলবে না। মেলবোর্নে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে দাসুন শানাকার দল। এরপরই বিশ্বকাপের লড়াইয়ে নামবে দলটি। এবারের বিশ🉐্বকাপে অবশ্য দলটিকে খেলতে হবে প্রথম রাউন্ডে। আগ♊ামী ১৬ অক্টোবর ভিক্টোরিয়ার গিলং ক্রিকেট মাঠে দলটি মুখোমুখি হবে নামিবিয়ার।