ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে তখন চলছিল ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটের খেলা। প্যারিস অলিম্পিক গেমস নারী ফুটবলের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিল এগিয়ে ১-০ গোলে। দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত ব্রাজিলের। ঠিক তখনই পেনাল্টি পেয়ে যায় জাপান। সমতায় ফেরা🔯র দারুণ সুযোগ হাতছাড়া করেনি এশিয়ার পরাশক্তিরা। কুমাগাইয়ের নিখুঁত শটে ম্যাচ ১-১।
কিন্তু না⭕টক তখনই শেষ হয়নি। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ব্রাজিলকে স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় গোল করেন জাপানের তানিকাওয়া। ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে থাকা জাপান ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে। এ ম্যাচ🌺ে ব্রাজিল এগিয়ে গিয়েছিল ৫৬ মিনিটে জেনিফারের করা গোলে।
জাপানের জয়ে দারুণ জমে উঠেছে গ্রুপের লড়াই। ব্রাজিলের ভাগ্য🍸টা অবশ্য ঝুলে গেলো শেষ ম্যাচ পর্যন্ত। কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের শেষ ম্যাচে স্পেনকে হারাতে🌟ই হবে।
ব্রাজিল প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে এবং জাপান ১-২ গোলে হেরেছিল স্পেনের কাছে। দুই দলেরই দুই ম্যাচ শেষে পয়েন্ট ৩। গ্রুপের অন🌺্য ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন ও নাইজেরিয়া। এ ম্যাচের ফল ‘সি’ গ্রুপের ভাগ্য অনেকটা নির্ধার♔ণ করে দেবে।