এক এক করে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ৩ ক্রীড়াবিদ-শুটার রব✃িউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম ও আরচার সাগর ইস🌱লাম।
অ🅠লিম্পিকে অংশ নিতে যাওয়া বাকি দুই ক্রীড়াবিদ অ্যাথলেট ইমরানুর রহমান ও নারী সাঁতারু সোনিয়া খাতুন আ♐নুষ্ঠানিকতা শেষ করতে আজ শনিবার নামবেন ট্র্যাক ও পুলে।
বাংলাদেশ সময় বিকেলে ইমরানুর অংশ নেবেন অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে এবং সোনিয়া সাঁতারের ৫০ মিটা൲র ফ্রিস্টাইলে। দুই ডিসিপ্লিনের সবচয়ে আকর্ষণীয় ইভেন্টে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। তবে লাল-সবুজ জার্সিধারী দুই ক্রীড়াবিদের জন্যই প্রথম ধাপ টপকানো কঠিন।
১০০ মিটার প্রিলিমিনারি ৬ নম্বর ꦡহিটে ৮ নম্বর লেনে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। এই ৬ নম্বর হিটে তার প্রতিপক্ষ আছেন পানামা, মাল্টা, সিশেলস, গাবন, ফিজি, সুরিনাম ও ব্রুনাই দ🐽ারুসসালামের অ্যাথলেট। প্রিলিমিনারির ৬টি হিট থেকে ১৬ জন সুযোগ পাবেন মূল হিটে।
বাংলাদেশের দ্রুততম নারী সাঁতারু সোনিয়া খাতুন ৫০ মিটার ফ্রিস্টাইলের ৩ নম্বর হ💫িটে অংশ নেবেন। তিনি সাঁতরাবেন ৬ নম্বর ✅লেনে। এই হিটে সোনিয়ার প্রতিপক্ষ আছেন ডোমিনিকা, সুরিনাম, হাইতি, বুরুন্দি, সলোমন দ্বীপপুঞ্জ, বুরকিনা ফাসো ও পালাউর সাঁতারু।