গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগের হ♌িড়িক পড়ে গেছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। ক্ষমতার পালাবদলের ঢেউ পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (ব🗹াফুফে) সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিনেরও পদত্যাগের দাবি উঠেছে।
‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে ফুটব🍃ল সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও বেঁধে দিয়েছিল। এবার নিজের পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন।
সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনꦗটাই জানিয়েছেন ෴বাফুফে সভাপতি। বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, ღএটা মেনে নেওয়া যায় না। ওরা (বাংলাদেশ ফুটবল আলট্রাস) বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না।’
বাফুফে সভাপতি বলেন, ‘তারা আমাকে বলছে, আমি যেন বলি আর নির্বাচন করব না। কিন্তু তারা বলার কে? আপ🌊নি তখনই আমার পদত্যাগের কথা বলতে পারতেন যদি ফেডারেশনে নির্বাচন না হতো। নির্বাচন হবে ২৬ অক্টোবর। আপনি নিজে নির্বাচন করেন। আমার বিরুদ্ধে আপত্তি করার কে? আমি কিন্তু ২০০৮ সালে নির্বাচন করে চেয়ারে বসেছি।’
তিনি বলেন, ‘ফুটবলে এভাবে কাউকে নিষিদ্ধ করার নিয়ম কোথায় আছে, তা আমি জানতে চাই। ওরা বললেই তো হবে না। ওরা সাইফ স্পোর্টিংয়ের হয়ে কথা বল🐈ছে। ফুটব𒉰লে তাদের কতটুকু অবদান আছে?’
উল্লেখ্য, সরকার পরিবর্তন হলেও বাফুফেতে ♚সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ফিফার অনিয়ম অনুযায়ী, ফেডারেশনের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে তাদের সদস্য পদ স্থগিত করা হয়। এমনটা হয়েছে অনেকে দেশেই।