• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যারিস অলিম্পিক

মানসিক সমস্যা কাটিয়ে যেভাবে বিশ্বের দ্রুততম মানব হলেন লাইলস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৬:০৩ পিএম
মানসিক সমস্যা কাটিয়ে যেভাবে বিশ্বের দ্রুততম মানব হলেন লাইলস
নোয়া লাইলস। ছবি : সংগৃহীত

মা🏅নসিক সমস্যার কারণে দীর্ঘ দিন ধরে চিকিৎসা চলছিল তার। খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেলে তা সামলানো অনেক সময়েই কঠিন হয়ে যায়। ঠিক সেটাই হয়েছিল নোয়া লাইলসের বেলায়। সেই সমস্যা কাটাতে ফোন করেছিলেন মনোবিদকে। তাতেই বদলে গেল সব। চলতি প্যারিস অল🃏িম্পিকে বিশ্বের দ্রুততম মানব হয়ে উঠলেন তিনি।

রোববার রাতে ১০০ মিটার স্প্রিন্টে হারিয়েছেন জামাইকার কিশানে থমসনকে। তার পর তিনি বলেছেন, ‘আমি যে খুব চ✨িন্তিত ছিলাম তা নয়। কিন্তু পরবর্তী কয়েকটা মুহূর্তে কী হতে চলেছে সেটা জানতে প্রচণ্ড উৎসাহী ছিলাম। অন্তত আমার মনোবিদ সেটাই আমাকে বলেছেন। কী করতে চলেছি সেটাই বুঝতে পারছিলাম না। কী ভাবে করব সেটা নিয়েও চিন্তা হচ্ছিল।’

কেন এই সমস্যা সেটাও ব্যাখ্যা করেছেন লাইলস। বলেছেন, ‘সেমিফাইনালে তৃতীয় দ্রুততম হয়েছিলাম। তখনই মনে হয়েছিল, এ বার আমাকে আরও মনোযোগ দিতে হবে। লড়াই সহজ হবে নাไ। তখন মনোবিদ আমাকে বলেছিলেন, ‘বাকি সব চিন্তা তুমি ভুলে যাও। আপাতত তোমাকে আরাম করতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে।’

সোনা জিতে নোয়া মনে করছেন, সেরাদের হারিয়েই জিতেছেন তিনি। বলেছেন, ‘সেরার সেরাদের বিরুদ্ধে আমি জিতেছি। সবচেয়ে বড় মঞ্চে, সবচেয়ে বেশি চাপের মধ্যে। ২০২১ সাল পর্যন্ত ১০০ মিটারে সে ভাবে নামিইনি। প্র♏থম বার অলিম্পিকে নেমেই ১০০ মিটারে সোনা।’

Link copied!