• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যাড-গ্লাভস-হেলমেট ছাড়াই ব্যাট করতে নামলেন হ্যারিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০২:৪৮ পিএম
প্যাড-গ্লাভস-হেলমেট ছাড়াই ব্যাট করতে নামলেন হ্যারিস
হ্যারিস রউফ। ছবি: সংগৃহীত

বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলতে নেমে চরম অস্বস্তিতে পড়লেন পাকিস্তানের বোলার হ্যারিস রউফ। ব্যাট করতে নামলেও প্যাড, গ্লাভস তার সঙ্গে ছিল না। তাকে ব্যাট করতে না হলেও বিনা প্রস্ততিতে বℱ্যাট করতে নামায় প্রশ্নের মুখে পড়েছেন তিনি। ম্যাচের সময় তিনি কতটা তৈরি ছিলেন সেটাও জানতে চান সমর্থকরা।

বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থত﷽ার পর পাকিস্তানের পেসার হ্যারি♏স রউফ এখন বিগ ব্যাশ লিগ খেলছেন। চলতি মৌসুমে তিনি রয়েছেন মেলবোর্ন স্টার্সে। এখানে দলের হয়ে খেলতে নামার সময় এক আজব কান্ড ঘটালেন তিনি। যা দেখে সমর্থকরা হাসির পাশাপাশি তার বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

জানা গেছে, স্টার্সের হয়ে খেলা ফাস্ট বোলার হ্যারিস প্যাড, গ্লাভস ও হেলমেট না পরে ব্যাট করতে মাঠে নামেন। মেলবোর্ন স্টারসের ইনিংসের ১৯তম ওভার শেষ হওয়ার পর তিনি নিজেকে বোলিংয়ের জন্য তৈরি করছিলেন। কিন্তু শেষ ওভারে তার দল টানা চার বলে চার উইকেট হারিয়ে ফেলে। ফলে বোলিংয়ের জন্য তৈরি হওয়ার মাঝেই তাকে মাত্র ২ বলের জন্য ব্য🅺াটিংয়ে নামতে হয়। তাই প্যাড গ্লাভস না পরে সরাসরি তিনি ব্যাট নিয়ে মাঠে নেমে যান।

হ্যারিসের এই কান্ড দেখে বিপক্ষে থাকা সিডনি থান্ডর্সের প্লেয়াররাও হাসতে থাকেন। তারা অবাক হয়ে যান হ্যারিসের দায়িত্বজ্ঞান দেখে। তিনি যদিও মা꧙ঠে নেমে প্যাড গ্লাভস পরে নেন। টাইমဣড আউট হওয়ার থেকে বাঁচতেই তিনি এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।

 

Link copied!