• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অবশেষে অলিম্পিক স্বপ্নপূরণ জীবন্ত কিংবদন্তি জোকোভিচের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৯:৫৪ পিএম
অবশেষে অলিম্পিক স্বপ্নপূরণ জীবন্ত কিংবদন্তি জোকোভিচের
নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

বয়স তার ৩৭ বছর। হয়𝐆তো আর বেশিদিন প্রিয় খেলাটির সঙ্গে থাকতে পারবেন না। তবে এই জীবনে টেনিস থেকে যা যা অর্জন করার সবই আয়ত্তে এসেছে তার। 

২৪টি একক গ্রান্ড স্লাম শিরোপা জয়ী, টেনিসের জীবন্ত কিংবদন্তি সার্বিয়🗹ার নোভাক জোকোভিচের কিন্তু একটি জায়গায় হতাশা ছিল। তিনি অলিম্পিকের সোনা জিততে পারছেন না। পর পর ছয়- সাত বার এ্যাটেম নিয়েও পারছিলেন না। অবশেষে এবার প্যারিস অলিম্প🗹িক তাকে হতাশ করেনি। 

রোববার এককের ফাইনালে জোকোভিচ বর্তমান সময়ের সেরা পারফরমার স্পে﷽নের কার্লোস আলকারাজকে সরাসরি ৭-৬ ও ৭-৬ সেটে হারিয়ে সোনা জিতলেন। 

সর্বকালের সেরা গ্রান্ড স্লাম শিরোপাধারী জোকোভিচ নিজ ꦓদেশকে উপহার দিলেন অলিম্পিক সোনার পদক। আলকারাজ পারলেন না স্বদেশী  বিশ্ব তারকা রাফায়েল নাদালের সমকক্ষ হতে। 

২১ বছর বয়সী আলকারাজ হারলেও দারুণ লড়াই কꦫরেছেন জোকোভিচের বিপক্ষে। আর জোকোভিচ জিতলেও হয়তো তার ক্যারিয়ারের অন্যতম কঠিন  ম্যাচ ছিল তা෴র।

Link copied!