• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যারিস অলিম্পিক

দ্রুততম মানব হওয়ার লড়াই, সেরা টাইমিংয়ে ফাইনালে কিশানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৬:৪২ এএম
দ্রুততম মানব হওয়ার লড়াই, সেরা টাইমিংয়ে ফাইনালে কিশানে
কিশানে থমসন। ছবি: সংগৃহীত

পুরুষ কিংবা নারীদের ১০০ মিটার স্প্রিন্ট🍌 হলো যে কোন একাধিক ক্রীড়া সম্বলিত গেমস𒊎ের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। সেটা অলিম্পিক হোক, এশিয়ান গেমস হোক, ইউরোপীয় গেমস হোক, কমনওয়েলথ গেমস হোক আর সাফ গেমস হোক, সবখানেই বড় মর্যাদার। 

চলতি প্যারিস অলিম্পিকের নারীদের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছে✤ন ছোট্ট ক্যারিবিয়ান দেশ সেন্ট লুসিয়ার আলফ্রেড ১০.৮৪ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে। 

এবার পুরুষদের পালা। সেখানে রোববার সেমিফাইনালে সবচেয়ে ভালো করলেন জ্যামাইকার কিশানে থমসন। তৃতীয় হিটে নেমে ৯.৮০ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করেন কিশানে। দ্বিতীয় হয়েছেন তারই দেশের অবলিক সেভিল। নোয়া লাইলস তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন। গতবা🔯রের সোনা জয়ী মার্সেল জেকবসকে পেছনে ফেলে ফাইনালে উঠেন দক্ষিণ আফ্রিকার আকানি সিমবিনে।

Link copied!