চলতি মাসের শেষেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পরবর্তী আসর। বিপিএলের আবেদন ক্রিকেটবিশ্বে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। তাই একাদশ আসরের আগে নতুন নতুন চমক চোখে পড়ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোও টুর্নামেন্টের আমেজ বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছ🌼ে।
চিটাগাং কিংস পাকিস্তানি সাবেক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে শুরুতেই বড় চমক দেখায়। তারাই এবার নিয়োগ দিয়েছে ২৮ বছর বয়সী এক কানাডিয়াဣন মডেলকে। তিনি দলটির অফিসিয়াল হোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্যটি নিশ্চিত করে চিটাগাং কিংস। সেখানে তারা জানায়, ‘ভারতীয় বংশোদ্ভূত কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন🏅্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে এবারের বিপিএলে দলের অফিসিয়াಌল হোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
এর আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সঞ্চালনা💙 করার অভিজ্ঞতা রয়েছে ইয়েশা সাগরের। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি উপস্থাপকের দায়িত্ব পালন করেন। ইয়েশা ফিটনেস নিয়েও কাজ করেন। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ইয়েশা ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন।
উল্লেখ্য, বিপি𝐆এলের একাদশ আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর।