• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টানা পঞ্চম লিগ শিরোপা বসুন্ধরার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৪, ০৭:২২ পিএম
টানা পঞ্চম লিগ শিরোপা বসুন্ধরার
শিরোপা জয়ের উৎসবে বসুন্ধরা কিংস। ছবি : সংগৃহীত

টানা পঞ🅘্চম বারের মতো বাংলাদ🙈েশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ঘরোয়া ফুটবলে বিরল ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস।

লাল๊ জার্সিধারীরা শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয☂়া স্টেডিয়ামে ঢাকা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে। স্বাধীন বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংসই প্রথম কোনো ক্লাব, যারা টানা পাঁচটি লিগ শিরোপা ঘরে তুললো।

লিগ শিরোপা জয়ে এই মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুললো বসুন্ধরা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপাও। এখন বাকি শুধু ফেডারেশন কাপ। মঙ্গলবার দ্বিত🙈ীয় সেমিফাইনালে আবাহনীকে হারাতে পারলে ট্রেবল জয়ের সম্ভাবনাও 𝄹থাকবে তাদের সামনে।

এ পর্যন্ত ১৫ 𒉰ম্যাচে ৪০ পয়েন্ট পেয়েছে বসুন্ধরা।  শিরোপা জয়ের ম্যাচে একাই দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন।

টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকা মোহামেডান অবশেষে হার মানলো। এই হারে রানারআপ হওয়ার লক্ষ্যটাও চ্যালেঞ্জের মুখে পড়লো সাদা𒊎কালোদের।

ম্যাচের ১৯ মিনিটে মিগুয়েলের বাড়ানো বল থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন ডরিয়েলটন। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সেই ডরিয়লটন ব্যবধান দ্বিগুণ করেন কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে। মিনহাজুলের গোলে ৬৬ মিনিটে ব্যবধান কমায় মোহামেডান। বাকিটা সময় দুদলই গোল করার চেষ্টা করে, তবে কেউ꧑ই সফল হয়নি।

 

 

Link copied!